ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাতে এবার বিশেষ কর্মসূচি নিল রাজ্য বিজেপি। রাজ্যজুড়ে এবার পালিত হবে ‘শহিদ সম্মান যাত্রা’। এই যাত্রা করবেন বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার রাজ্য বিজেপির সদর দফতরে এই নিয়ে বৈঠক করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করবেন চার কেন্দ্রীয় মন্ত্রী।
এদিনের বৈঠকে দিলীপবাবু ছাড়াও হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়করা। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘ভোটপরবর্তী হিংসায় আমাদের ৫৫ জন কর্মী শহিদ হয়েছে। তাঁদের স্মরণে রাজ্যজুড়ে শহিদ স্মরণ যাত্রা আয়োজন করবে বিজেপি। এই যাত্রায় অংশগ্রহণ করবেন রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে থাকবেন বিজেপি নেতা ও কর্মীরা।’
অন্যদিকে, মুকুল রায় প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘মুকুল রায়ের মনে বিজেপিই! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। তৃণমূলে ঘরে ফেরার কিছুদিনের মধ্যেই একের পর মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন মুকুল রায়।’ একদা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্যের প্রতিক্রিয়ায় এবার দিলীপ ঘোষ বললেন, ‘মনের কথাই বলেছেন। বাধ্য হয়ে ওই দলে গিয়েছেন। বাধ্যবাধকতা আমরা বুঝি। মনে বিজেপিই আছে’।
Be the first to comment