আবারও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে আদি ও নব্য বিজেপির কোন্দলে উত্তপ্ত হয়ে উঠলো বর্ধমান। দীর্ঘদিন ধরে যাঁরা দলের জন্য কাজ করছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। দল পরিচালনা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন জেলা যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। এদিন দলীয় বৈঠক সেরে বিক্ষুব্ধ নেতাকে পাল্টা ধমক দেন দিলীপ ঘোষ। ‘আপনার কাজ আপনি করুন, আমায় আমাদের কাজ করতে দিন’ বলে গাড়িতে ওঠেন দিলীপ।
উল্লেখ্য, মঙ্গলবার দলের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বর্ধমান যান দিলীপ ঘোষ। বৈঠকে যোগ দেওয়ার সময়ই হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল। দিলীপকে তিনি কিছু বলতে চান বলে দাবি করেন ইন্দ্রনীল। যদিও তাঁকে বৈঠকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল।
উল্লেখ্য, বাংলায় নির্বাচনে ভরাডুবির পর বঙ্গ BJP-তে একের পর এক অসন্তোষ সামনে আসছে। কিছুদিন আর্গে আসানসোলেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের সামনেই উত্তেজনা তৈরি হয়।
Be the first to comment