বিজেপির বিধায়ককে জুতোর মালা পরিয়ে শুভেচ্ছা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নাগাড়া জেলায়। জানা গেছে, স্ব-মেজাজে ভোট চাইতে প্রচারে বেড়িয়েছিলেন বিজেপির বিধায়ক দিলীপ শেখওয়াত। হাত জোড় করে শুভেচ্ছা বার্তা জানাচ্ছিলেন পথচলতি মানুষকে উদ্দেশ্য করে। অনেকেই এসেই গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। তিনি সাদরে সেটা গ্রহণও করছেন।
এরপরেই ঘটে বিপত্তি। ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি এগিয়ে আসে দাঁড়ায় তাঁর সামনে । স্বাভাবিক ভাবেই মালা পড়াবেন ভেবে ঝুঁকে পড়েন তিনি। আচমকাই সেসময় তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। গলায় যে ফুলের বদলে জুতোর মালা পড়ানো হয়েছে, বুঝতে অবশ্য কয়েক সেকন্ড লেগে যায় বিধায়কের। তড়িঘড়ি সেটা গলা থেকে ছুঁড়ে ফেলে সেই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়েন।
Be the first to comment