মাসানুর রহমান,
দফায় দফায় সংঘর্ষে তেতে রয়েছে কোচবিহারের দিনহাটা। কোথাও পুড়েছে বিজেপির পার্টি অফিস তো কোথাও ভাঙছে তৃণমূল কর্মীদের ঘর। এদিকে বৃহস্পতিবার রাতে ফের একবার অশান্ত হয়ে উঠল দিনহাটার পেটলা। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হলো পুলিশ। এমনকি ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও।
সূত্রের খবর, গরু বোঝাই একটি গাড়ি আটক করার ঘটনাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। আর তারপরই কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। এক সংবাদ মাধ্যমের থেকে জানা যায় পুলিশ সূত্রে খবর, তৃণমূলের এক পঞ্চায়েতকে অপহরণ করা হয়েছে, এমন খবর ছড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় এখনও অবধি কাউকে আটক করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ। তবে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Be the first to comment