একুশে নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলে ফেরার হিড়িক অব্যাহত। এবার তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দীপেন্দু বিশ্বাস। ‘আপনার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চাই’, তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠিতে একথাই লিখেছেন দীপেন্দু। বিজেপিতে যাওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে চিঠিতে উল্লেখ করেছেন প্রাক্তন ফুটবলার। সেই সঙ্গে তিনি এও লিখেছেন যে, তাঁকে যেন ক্ষমা করে ফের দলে ফিরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তিনি। একুশের ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু, প্রার্থী হতে পারেননি তিনি। এরপরই কিছুদিন আগে নারদকাণ্ডে চার হেভিওয়েটের গ্রেফতারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়েন দীপেন্দু।
উল্লেখ্য, তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনালি গুহ, সরলা মুর্মু, বাচ্চু হাঁসদারা। ক’দিন আগে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কার্যত খোলা চিঠি দিয়ে তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক। এই সময় ডিজিটাল-কে ফোনে সোনালি বলেছিলেন, বিজেপিতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। তাই তৃণমূলে ফিরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করেছি। দলের কাউকে এখনও জানায়নি। টুইট দেখে ওঁরা কী সিদ্ধান্ত নেন দেখি, তারপর পরবর্তী পদক্ষেপ করব’। সেইসঙ্গে তিনি আরও জানান, যাঁরা অভিমান করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরবেন’।
প্রসঙ্গত, একুশের ভোটে ঐতিহাসিক জয়ের পর কালীঘাটে সাংবাদিক বৈঠকে দলবদলুদের দলে ফেরার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আসুক না। কে বারণ করেছে? এলে স্বাগত!’ তৃণমূলনেত্রীর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
Be the first to comment