অবশেষে ডুয়ার্সে ফাঁদে ধরা দিলো চিতা বাঘ; পড়ুন!

Spread the love
অনেক দিন ধরেই চিতা বাঘের উৎপাত বাড়ছিল। চা শ্রমিকদের বসতিতে ঢুকে মুরগি গুলোকে নিয়ে পালাচ্ছিল সে। ভয়ের রাত কাটছিল ডুয়ার্সের যোগেশচন্দ্র চা বাগানের শ্রমিকদের। উপায় না দেখেই, বাঘকে ফাঁদে ফেলতে শুরু হয় তৈয়ারি। বাঘকে ধরার চেষ্টায় দড়ির ফাঁদ তৈরি করে শ্রমিকরা নিজেই। সেই চেষ্টাই সফল অবশেষে।রবিবার সকালেই বিরাট চিতা বাঘ দড়ির ফাঁদে ধরা দিল। ছটফটে সেই বাঘের সামনে যেতে তখনও বেশ ভয় শ্রমিকদের।
পূর্ণ বয়স্কের চিতা বাঘ ঘিরে তখন মানুষের উৎসাহ। বাঘ ধরার খবর ছড়িয়ে পড়তেই বাঘ দেখেতে ছুটে আসেন আশেপাশের মানুষ।কিছুক্ষণের মধ্যেই সংখ্যাটা ১০০-র বেশি হয়। আপাতত বাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানের ইন্টারফিকেশন সেন্টারে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ সে। আজ রাতের মধ্যেই গরুমারার গভীর জঙ্গলে চিতা বাঘটিকে ছেড়ে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*