২৪ এর নির্বাচনের আগে ফের নারী স্বতন্ত্রীকরণের বার্তা নরেন্দ্র মোদী সরকারের। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করল বিজেপি। একদিকে মুর্মু সম্প্রদায়কে কাছে টানা, অন্যদিকে, মহিলাদের মূল স্রোতে ফিরিয়ে আনার যে বার্তা মোদী সরকার এতদিন ধরে দিয়ে আসছিলেন তা প্রমাণ করার চেষ্টা। রাজনৈতিক মহলের মত, দ্রৌপদীকে প্রার্থী করে বিজেপি আদিবাসী ভোট ব্যাঙ্ক মজবুত করার চেষ্টা করছে।
প্রথমে মনে করা হয়েছিল উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে রাষ্ট্রপতি হিসেবে তুলে আনবে বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে অমিত-বিক্রমে সব কিছু পালটে গেল। ওডিশার মেয়ে দ্রৌপদী। ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পুরো মেয়াদ রাজ্যপাল হিসেবে ক্ষমতায় ছিলেন। সব কিছু ঠিকঠাক চললে প্রতিভা পাটেলের পর দেশ পেতে চলেছে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে পিছিয়ে পড়া মানুষের পাশে যে কেন্দ্রীয় সরকার আছে এটা সেই বার্তাও বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে, মহিলা প্রার্থী অন্যদিকে মুর্মু সম্প্রদায়। এই দুই এর মেল বন্ধন মুর্মুর রাইসিনা হিলসের ঠিকানা যেন নিশ্চিত বলাই যায়।
Be the first to comment