রোজদিন ডেস্ক, কলকাতা :- গার্ডেনরিচ জল উৎপাদন ও সরবরাহ কেন্দ্রে মেরামতের জন্য ১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল ৬টার পর থেকে দক্ষিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। রবিবার সকাল ৬টার পর থেকে স্বাভাবিক হবে পানীয় জল সরবরাহ।
সপ্তাহ দুয়েক আগে পলতা জল উৎপাদন ও টালা সরবরাহ কেন্দ্রে জরুরী মেরামতের জন্য উত্তর কলকাতা এবং উত্তর শহরতলীর বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখতে হয় পুরসভার তরফ থেকে। শনিবার একইভাবে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলি এলাকাতেও পানীয় জল সরবরাহ একদিনের জন্য বন্ধ রাখা হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানিয়েছেন, বেশ কয়েক বছর গার্ডেনরিচ বুস্টার পাম্পিং স্টেশন মেরামত হয়নি। জল উৎপাদন কেন্দ্রও কিছু মেরামতের প্রয়জন। তাই সকাল ছ’টায় জল সরবরাহ করার পর জল সরবরাহ দিনের মত বন্ধ থাকবে। ওই সময়ে দক্ষিণ কলকাতার অন্তত ৩০টি ছোট বড় পাম্পিং স্টেশনে মেরামতের কাজ চলবে। মেরামত করতে হবে পাইপলাইন। তাই সন্ধ্যার জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকাল ছটা থেকে ফের নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া হবে।”
পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, জল সরবরাহ বন্ধ রাখায় দুপুরের পর থেকে গোটা দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ শহরতলির সব ওয়ার্ডে বিকেলে পানীয় জল সরবরাহ হবেনা। মেয়রের কথায়, বালিগঞ্জ,টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, নিউ আলিপুর, চেতলা, গার্ডেনরিচ, ওয়াটগঞ্জ সহ সংযুক্ত এলাকায় বিকেলের পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে।
পুরসভা সূত্রে আরও জানানো হয়েছে,অন্তত ৪৫ টি জায়গায় মাটির নিচে সমস্যা দেখা দিয়েছে। জিপিএস পদ্ধতিতে এগুলি চিহ্নিত করা হয়েছে। জরুরী ভিত্তিতে মেরামত হবে। এক পুর কর্তার কথায়, গ্রীষ্মে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।
Be the first to comment