রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা, আবারো 9/11 এর স্মৃতি টেনে আনলো..

Spread the love

রোজদিন ডেস্ক :-  ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। এই শহরটি রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে। সম্প্রতি, এই শহরে ব্রিকস দেশগুলির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন। কাজান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার পর বিমানের আগমন ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের ৮টি ড্রোন হামলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৫০০ মাইল (৮০০ কিলোমিটার) পূর্বে অবস্থিত শহর কাজানে ড্রোন হামলা অন্তত ছয়টি আবাসিক কমপ্লেক্সে আঘাত হেনেছে। TASS এজেন্সি বলেছে যে আটটি ড্রোন হামলা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়টি আবাসিক কাঠামোতে হয়েছিল।
মিডিয়া রিপোর্ট অনুসারে, কমল্যায়েভা অ্যাভিনিউ (দুটি ড্রোন), ক্লারা সেটকিন স্ট্রিট, ইউটাজিনস্কায়া স্ট্রিট, খাদি তাকতাশ স্ট্রিট, ক্রাসনায়া পসিটসিয়া এবং ওরেনবার্গস্কি ট্র্যাক্টের একটি বিল্ডিং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে 9/11-র ধাঁচে এই হামলা চালানো হয়েছে।
সংবাদ সংস্থাগুলি স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার খবর দিয়েছে। বলা হচ্ছে, হামলায় কোনো হতাহতের খবর নেই। রাশিয়ার নিরাপত্তা সেবার কাছাকাছি একটি টেলিগ্রাম চ্যানেল ভিডিও ফুটেজ শেয়ার করেছে। ভিডিওতে একটি বায়বীয় বস্তুকে একটি উঁচু ভবনে আঘাত করতে দেখা যায়, যার কারণে আগুনের একটি বড় বল বেরিয়ে আসতে দেখা যায়।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটানা যুদ্ধ চলছে গত দু’বছর ধরে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নভেম্বর মাসেই ইউক্রেনকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকারের এই পদক্ষেপে অশনি সঙ্কেত দেখে আন্তর্জাতিক মহল। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ আরও বিধ্বংসী আকার ধারণ করতে পারে বলে মনে করছে তারা। ইউক্রেন এবং তাদের সহযোগী আমেরিকাকে বার্তা দিতেই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে মনে করা হয়। ইউক্রেনকে লক্ষ্য করে Inter-Continental Ballistic Missile (ICBM) ছোড়ে মস্কো। এটি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। প্রায় ছ’দশক আগে ওই হাতিয়ার তৈরি করলেও, আগে কখনও প্রয়োগ করেনি রুশ সেনা। ইউক্রেনের উপর হামলা চালাতে Multiple Independently Targetable Re-Entry Vehicle (MIRV) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রে, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েই ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালানো সম্ভব (Russia Fires ICBM on Ukraine)।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*