রোজদিন ডেস্ক :- দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়েই পরিণত হয়েছে । আজ, বৃহস্পতিবার ভোরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘ফেনজল’-এর প্রভাবে আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা বাংলায়। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এ রাজ্যের চার জেলায়।
নভেম্বরের শেষে এসে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শিরশিরানি। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১০-১১ ডিগ্রির ঘরে। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহন্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আপাতত আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা বদল হবে না। একই রকম থাকবে তাপমাত্রা। তবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহন্তে বাংলার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
Be the first to comment