বছরের শুরুতেই ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির, দিনক্ষণ ঘোষণা করল নবান্ন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– নতুন বছরে আবারও দুয়ারে সরকারের ক্যাম্প হবে বলে ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই কথা মতোই বছরের শুরুতেই রাজ্য সরকারের জনমুখী পরিষেবাগুলিকে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে পৌঁছে দিতে ২৪ জানুয়ারি থেকে নবম বারের জন্য ‘দুয়ারে সরকার’ শিবির হতে চলেছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন। তারপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্ক্রুটিনির কাজ। এরপর দেওয়া হবে পরিষেবা।
দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে যেতে পারছেন না। ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। আর তাই মুখ্যমন্ত্রী এবার সেসব প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’-এর উপর জোর দিয়েছেন। সেইমতো ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা দিতে চলবে শিবির। রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে। কোনও শংসাপত্র প্রয়োজন হলে তাও পেয়ে যাবেন এই শিবির থেকে।
২০২১ সালে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে প্রায় দুবার এই শিবির হয়ে থাকে। সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে আমজনতার দোরগোড়ায় পৌঁছে যায়, তার জন্য বেশ কয়েকদিন ধরে চলে ক্যাম্প। সেখানে জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখে কারা কারা সুবিধার যোগ্য, তা বেছে নেওয়া হয়। এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে।
২৪ জানুয়ারি থেকে যে ‘দুয়ারে সরকার’ চালু হচ্ছে, তাতে প্রায় সব সরকারি প্রকল্পের আবেদনই জানানো যাবে। নবান্নের বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিল বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়। এ ছাড়া, আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*