ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, মৃত্যু অন্তত ১৩০ জনের

Spread the love

ভয়াবহ ভূমিকম্পের কবলে আফগানিস্তান। ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের শেষ খবর অনুযায়ী ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫০ জনেরও বেশি। একাধিক বাড়ি ঘর ভেঙে বিধ্বস্ত রাজধানী কাবুল সহ একাধিক জায়গা। তালিবান সরকার সূত্রে খবর, এখনও ভাঙা বাড়ি ঘরের তলায় চাপা পড়ে রয়েছেন অনেকে।পরিস্থিতি মোকাবিলায়  সেনাবাহিনী নেমেছে। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে, এদিন ভোরেই এই ভূমিকম্প হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চল ভূমিকম্পের কবলে পড়েছে। তবে ক্ষতি হয়েছে আফগানিস্তানেরই।

কাবুলের এক বাসিন্দা European Mediterranean Seismological Centre-কে জানিয়েছেন, এদিন সকালে প্রচণ্ড কেঁপে ওঠে কাবুলের মাটি। কম্পন যে প্রবল শক্তিশালী ছিল বারবার তা বলেছেন ওই প্রত্যক্ষদর্শী। একই ভাবে পাকিস্তানের তরফেও জানানো হয়েছে, সেদেশের পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়াতেও ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তবে পাক সংবাদমাধ্যম ‘ডনে’র সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক কোনও ক্ষয়ক্ষতি ও মৃত্যুর কথা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*