মধ্যরাতে ভূমিকম্পে আচমকাই কেঁপে উঠল রাজস্থানের বিকানের। আতঙ্কে ঘুম ছুটল বাসিন্দাদের। শনিবার রাত ২টো নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের বিকানিরে ।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। শুধুমাত্র বিকানিরই নয়, তার আশেপাশের এলাকাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার রাত ২টো ১৬ মিনিট নাগাদ রাজস্থানে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল বিকানির থেকে পশ্চিমে ৫১৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। বিকানিরের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, দেশে একের পর এক ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত মানুষ। ২১ মার্চ জোরাল ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। শুক্রবার ছত্তিসগঢ় ও মধ্য প্রদেশেও ভূমিকম্প হয়। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ মধ্যেপ্রদেশের গোয়ালিয়রে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল অম্বিকাপুর।স্থানীয়দের দাবি, ৬ সেকেন্ডের জন্য কেঁপে উঠেছিল অম্বিকাপুর যদিও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ওই একই সময়ে ভূমিকম্প হয় ছত্তিসগঢ়েও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছিল, শুক্রবার সকাল ১০ টা ২৮ মিনিট নাগাদ ছত্তিসগঢ়ের অম্বিকাপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।
Be the first to comment