ভূমিকম্পের খবর শুনে দ্রুত সিঁড়ি গিয়ে নামতে গিয়ে শিলিগুড়িতে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। বহুতল থেকে তড়ঘড়ি নীচে নামতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা।
সকাল বেলাতেই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা উত্তরবঙ্গ। তার রেশ পড়ে কলকাতাতেও। টিভিতে ভূমিকম্পের খবর শুনে দ্রুত সিঁড়ি দিয়ে নীচের তলায় নামছিল সম্রাট। খবরটা শোনা জরুরি। তার উপর ভয়ও রয়েছে। ভুমিকম্পে বহুতল ধসে পড়ে এই খবর তার জানা। সেই সময় সে নিজেও ছিল একটি বহুতলে।
সিঁড়ি দিয়ে নামার বেগটা বোধহয় একটু বেশিই ছিল। তার উপর আতঙ্কে একটু অন্যমনস্কও হয়ে পড়েছিল বছর বাইশের ছেলেটি। বুঝতেই পারেনি কখন তার পা ভারসাম্য হারিয়েছে। হুড়মুড়িয়ে সিঁড়ির উপরের ধাপ থেকে একেবারে নীচে পড়ে যায় সম্রাট। গুরুতর চোট নিয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন
শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা সম্রাট দাস কলেজ পড়ুয়া। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর মা। হাসপাতালে ছেলের দেহ আঁকড়ে ধরে বার বারই বলে যাচ্ছেন, ‘‘কেন এমনটা হল? আর একটু সাবধানে নামতেই পারত সম্রাট। ’’ মেধাবী ছেলে সম্রাটের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পাড়াতেও।
Be the first to comment