রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতাতে ইডির হানা। শুধু তা নয়, হাওড়া ও কলকাতা জুড়ে মোট ছয় জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অধিকারিকরা। কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ। বেআইনি ভাবে সেসব টাকা ব্যবহার করা হত। খবর পেয়ে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারীর দল। জানা গিয়েছে, কারোর কল সেন্টার আবার কারোর ড্রামের ব্যবসার আড়ালে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, হাওড়ার ডোমজুর, পিকনিক গার্ডেন, বাগুইআটি সহ মোট ছয় জায়গায় চলছে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারীর দল। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল শহর জুড়ে। জানা গিয়েছে, এদিন সল্টলেকে ইকো স্টেশনে বিজনেস টাওয়ারে এবং ভিআরএম ওয়েব জিনিয়াসে ইডির দল পৌঁছে যায়। অভিযোগ, সেখানে দিনের পর দিন ভুয়ো কল সেন্টারের মাধ্যম দিয়ে বেআইনিভাবে টাকা লেনদেন চলত। ব্যবসার আড়ালে আর্থিক প্রতারনার অভিযোগ উঠেছে।
বাগুইআটির ব্যবসায়ী রাজেশ গোয়েঙ্কার বাড়িতে তিন গাড়ি সিআরপিএফ সহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর অফিসাররা তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি ১০০ নম্বর পিকনিক গার্ডেন রোডের একটি আবাসনে ও হাওড়া ডোমজুড় সর্দার পাড়ায় ইডির টিম পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনও অবধি কোন গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
Be the first to comment