রোজদিন ডেস্ক:-
আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তে মঙ্গলবার কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করেছিল ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতেও যায় তাঁরা। এবার বৃহস্পতিবার তাঁকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সময় মতো ইডি দফতরে পৌঁছেও গেছেন তিনি।
গত বৃহস্পতিবারই সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁরই একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন আধিকারিকরা।
দুদিন আগে, মঙ্গলবার উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি দক্ষিণে বালিগঞ্জ সার্কুলার রোডে পৌঁছয় ইডি। পাশাপাশি রাজ্যের ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় তাঁরা।
আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই বা ইডি। তাই এখন তৃণমূলের এই বিধায়ককে নিয়ে কৌতূহল বেড়েছে অনেকেরই। সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে তল্লাশি হওয়ার পর তাঁকে ইডির তলব অনেকটাই জল্পনা বাড়িয়ে দিয়েছে।
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় তাঁর নামও ছিল। তাই আর্থিক দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির স্ক্যানারের আওতায় এসে পড়েছেন।
Be the first to comment