মঙ্গলবার ইডি এবং সিবিআইয়ের সমালোচনা করে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডিএসপি সিবিআই সত্যেন্দ্র সিং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে এল সরকার পক্ষ।
বুধবার বিধানসভার দ্বিতীয় পর্বের শুরুতেই সরকার পক্ষের হয়ে এই প্রস্তাব নিয়ে আসেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফ থেকে বারবার ইচ্ছাকৃতভাবে বিধানসভার মর্যাদাহানি করা হয়েছে। একইসঙ্গে অধ্যক্ষের পদকেও অবমাননা করা হয়েছে। তাপস রায়ের এই প্রস্তাবকে সমর্থন জানান তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং প্রস্তাবটি গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ে ক্ষোভ উগরে দেন বিমানবাবু । তিনি অভিযোগ করেন, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বারংবার অধ্যক্ষর চেয়ারের অমর্যাদা করেছেন। অধ্যক্ষের তরফ থেকে চারবার দুই সংস্থার আঞ্চলিক অধিকর্তাকে তলব করা হলেও তাঁরা ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে গিয়েছেন।
এই বিষয়ে মঙ্গলবার বিধানসভাকে অবগত করেছিলেন অধ্যক্ষ। এরপর শাসকদলের তরফ থেকে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে আসায় অধ্যক্ষ তাঁকে সমর্থন জানান।
Be the first to comment