কয়লা কাণ্ডে রাজ্যের সাত আইপিএসকে তলব!

Spread the love

কয়লা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বাংলার সাত IPS-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভার্চুয়াল মাধ্যমেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে। ED সূত্রে জানা গিয়েছে, তালিকায় উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। ইতিমধ্যেই কয়লা এবং গোরু পাচারকাণ্ডে কেলেঙ্কারিতে বেশ কিছু পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিনের তালিকায় রয়েছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রাক্তন কমিশনার সুকেন জৈনও। বলাবাহুল্য, এই প্রথমবার IPS-কে তলব করেছে ED।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করেছিল CBI। তাকে কয়লা কাণ্ড নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই মামলায় যোগ থাকার অভিযোগে ওই মাসেই বাঁকুড়া থানার IC অশোক মিশ্রকে গ্রেফতার করেছিল ED। পাশাপাশি ওই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল নিয়মিত।

এদিকে গোরু ও কয়লা পাচার কাণ্ডে আবারও ঘনিয়েছে ‘ডায়েরি’ রহস্য। সূত্রের খবর, এবার বিনয় মিশ্র মামলার তদন্তে নেমে CBI এর হাতে আসে আরও এক ডায়েরি। যেখানে বেশ কিছু প্রভাবশালীর নাম রয়েছে বলেই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, হুমায়ূন নামের কোনও ব্যক্তির নাম রয়েছে ওই ডায়েরিতে। এছাড়াও রয়েছে BSF কমান্ড্যান্ট মনোজ সানার ভাই বাবলা সানার নামও।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত মঙ্গলবার বিনয় মিশ্র মামলার শুনানি ছিল হাইকোর্টে। ওইদিন আদালতে CBI এর ASG আমন লেখি জানান, গোরুপাচার কাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। তাঁর সংযোজন, গোরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত ইমানুল টাকা পাঠাত মনোজ সানাকে। সেখান থেকে তার সহযোগী সতীশের মাধ্যমে টাকা চলে যেত বিনয়ের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*