এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে এ বার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পাশাপাশি, এই মামলায় ২ জনকে আজই কলকাতার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যে ৫ জনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷
এতদিন এসএসসি ও প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সব মামলার তদন্ত করছিল সিবিআই ৷ সেই তদন্তেই নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে বলে সূত্রের খবর ৷ ফলে এসএসসি গ্রুপ সি ও ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে তদন্তের আর্জি জানায় সিবিআই ৷ যার পর আদালতের অনুমতি নিয়ে দু’টি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি ৷
ইতিমধ্যে মামলার সঙ্গে জড়িত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷ আজ আরও ২ জনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে ৷ তার আগে এসএসসি গ্রুপ সি ও ডি এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে ইডি ৷
সিবিআই-এর তদন্তে জানা গিয়েছে, কয়েকশো অযোগ্য প্রার্থীকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী এর জন্য বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে ৷ যা নিয়ে এ বার সিবিআই-এর সঙ্গে সমান্তরাল ভাবে তদন্ত করবে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অযোগ্য প্রার্থীদের কত টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল? কারা কারা সেই টাকার ভাগ পেয়েছে? সেই টাকা কোথা থেকে এসেছে? এমন সব প্রশ্নের উত্তর পেতে এ বার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
এ দিন সকালে মামলাকারী চাকরিপ্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা ৷ গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, তা প্রথম সকলের নজরে আনেন মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরাই ৷ তাঁরাই প্রথম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ ফলে অভিযুক্তের তালিকায় থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আগে মামলাকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে একটি ধারণা তৈরি করে নিতে চাইছেন তদন্তকারীরা ৷
Be the first to comment