ইডি দফতরে ফের তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে

Spread the love

ইডির দফতরে ফের তলব করা হল প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত তাপস মণ্ডলকে। এই বার ইডির নজরে তাপসের ব্যবস্থা করা অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসের নথি নিয়েই তাপসকে তলব করল কেন্দ্রীয় সংস্থাকারী এই সংস্থা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না বলে মঙ্গলবার ইডিকে মেল করেছিলেন তাপস। কিন্তু তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি। কয়েক দিন আগেই তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে রয়েছে। এই সংস্থার অধীনে ছয় থেকে সাতটি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে বলে জানিয়েছে ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*