রোজদিন ডেস্ক :- বৃহস্পতিবার সকালে রিষড়ার এক আবাসনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা যায় , রিষড়া এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে একটি আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে নিয়ে হানা দেয় আবাসনে।
ওই আবাসনের চার তলার একটি ফ্লাটে তল্লাশি চালায় তাঁরা।ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির। তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন।
সকাল ১১টা নাগাদ তল্লাশি শুরু হয়।
নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা কাণ্ড থেকে রেশন দুর্নীতি, সব মামলারই তদন্ত করছে ইডি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে তারা।
তবে আজ ঠিক কি কারণে ইডি এই তল্লাশি অভিযান চালায় তা এখনো স্পষ্ট নয়।
Be the first to comment