ছবি- (এএনআই)
লোকসভা নির্বাচন ২০১৯, আজই ভোটের দিনক্ষণ নিয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনের আদর্শ আচরণবিধি। জানানো হয় আবহাওয়া, ধর্মীয় অনুষ্ঠান সব কিছুকে মাথায় রেখেই তৈরী হয়েছে এই সময়সূচী। আরও জানানো হয় যে নির্বাচন নিয়ে বৈঠক করা হয়েছে কেন্দ্র ও রাজ্যের শুল্ক দফতরের সাথে, সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে, সব ভোটকেন্দ্র থাকবে সিসিটিভি, সব রাজ্যের মুখ্যসচিব – ও ডিজিপির সাথে করা হয়েছে বৈঠক এমনটাই জানায় কমিশন।
জানানো হয় এবার মোট ভোটার ৯০ কোটি। এবার পোলিং স্টেশন ৯০ লক্ষ, নতুন ভোটারের সংখ্যা দেড় কোটি, সব ভোট কেন্দ্রে থাকবে ভিভিপ্যাড, ভিডিওগ্রাফারেরও ব্যবস্থা থাকবে ভোটদান কেন্দ্রে, ইভিএম সরানে হলে ট্র্যাক করা হবে জিপিএস, বাজানো যাবেনা জোরে মাইক, অভিযোগ থাকলে তা জানানোর জন্য থাকছে অ্যানড্রয়েড অ্যাপ। নির্বাচন কমিশনের হেল্প লাইন ১৯৫০।
Be the first to comment