রবিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ২৯টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি দফায় ভোট হবে দুটি রাজ্যে। নির্বাচন কমিশনার জানান, পশ্চিমবঙ্গে এবার সাতদফায় ভোট হবে। তবে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশেও হবে সাত দফায় ভোট।
প্রসঙ্গত, রাজ্যে লোকসভা আসন ৪২টি। অন্যদিকে উত্তরপ্রদেশে আসন সংখ্যা ৮০টি৷ রাজ্যে প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল। ওই দিন দুটি কেন্দ্রে ভোট হবে।
দ্বিতীয় দফার ভোট বাংলায় ১৮ এপ্রিল ৩ টে আসনে।
তৃতীয় দফায় বাংলায় ভোট ২৩ এপ্রিল ৫ টা আসনে।
চতুর্থ দফায় বাংলায় ভোট ২৯ এপ্রিল ৮ টা আসনে।
পঞ্চম দফায় বাংলায় ভোট ৬ মে ৭ টা আসনে।
ষষ্ঠ দফায় বাংলায় ভোট ১২ মে ৮ টা আসনে।
সপ্তম দফায় বাংলায় ভোট ১৯ মে ৯ টা আসনে হবে।
১১/৪/২০১৯ – আলিপুর, কোচ বিহার
১৮/৪/২০১৯ – দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ি
২৩/৪/২০১৯- বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
২৯/৪/২০১৯ – বহরমপুর, কৃষ্ণন গর, রানাঘাট, বধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম
৬/৫/২০১৯ – বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, হাওড়া, শ্রীরামপুর
১২/৫/২০১৯ – তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর
১৯/৫/২০১৯ – দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।
সিঙ্গেল ফেজ-
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল, কেরালা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তরাখন্ড, আন্দামান এবং নিকোবর, দাদরা এবং নগর হাভেলী, দমন এবং দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি, পুদুচেরি এবং চণ্ডীগড়ে।
দু’দফায় ভোট হবে-
কর্ণাটক, মণিপুর, রাজস্থান, ত্রিপুরায় দু’দফায় ভোট হবে।
তিন দফায় ভোট হবে-
অসম, ছত্তিশগড়ে তিন দফায় ভোট হবে।
চার দফায় ভোট হবে-
ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশায় চার দফায় ভোট হবে।
পাঁচ দফায় ভোট হবে-
জম্মু ও কাশ্মীরে ৫ দফায় ভোট হবে।
একনজরে কবে কটা কেন্দ্রে ভোট
প্রথম দফা (১১ এপ্রিল) ২০টি রাজ্যের ৯১টি কেন্দ্রে ভোট।
দ্বিতীয় দফা (১৮ এপ্রিল) ১৩টি রাজ্যের ৯৭টি কেন্দ্রে ভোট।
তৃতীয় দফা (২৩ এপ্রিল) ১৪টি রাজ্যের ১১৫টি কেন্দ্রে ভোট।
চতুর্থ দফা (২৯ এপ্রিল) ৯টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট।
পঞ্চম দফা (৬ মে) ৯টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট।
ষষ্ঠ দফা (১২ মে) ৭টি রাজ্যের ৫৯টি কেন্দ্রে ভোট।
সপ্তম দফা (১৯ মে) ৮টি রাজ্যের ৫৯ কেন্দ্রে ভোট।
Be the first to comment