নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোট চলাকালীন ৫০ হাজার টাকার বেশি নগদ সঙ্গে রাখা যায় না৷ এদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে ১লক্ষেরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তবে কি ভোট কিনতে টাকা বিলি? উঠে আসছে এই অভিযোগ? ইতিমধ্যেই পিংলায় ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা৷ তারপরই ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ ও অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা৷
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোট চলাকালীন ৫০ হাজার টাকার বেশি নগদ সঙ্গে রাখা যায় না৷ ভারতীর গাড়িতে উদ্ধার হওয়া লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ ঘাটালের বিজেপি প্রার্থীর প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়ে কমিশনে অভিযোগও জানাচ্ছে তৃণমূল কংগ্রেস।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আইন আইনের পথে চলবে৷ ভোটের সময় এত টাকা নিয়ে না-চলাই উচিত৷ এ ক্ষেত্রে নির্বাচনী বিধি ভঙ্গ হয়৷’ জানা গেছে আজ ভারতী ঘোষকে নিয়ে খড়গপুরে বৈঠক করছেন দিলীপ ঘোষ৷ দলের কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের সঙ্গে বৈঠক করবেন তিনি৷
[ category লোকসভার লড়াই ]
Be the first to comment