সোশ্যাল মিডিয়াতে বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের

Spread the love

সোশ্যাল মিডিয়াতে বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের। তদারকির জন্য রাজ্য ও জেলা ভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। কমিটিতে থাকবেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা। এই বিশেষ কমিটিটির নাম মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটি। সোশ্যাল মিডিয়ার কোনও তথ্য নির্বাচনের সময়কালে নির্বাচন কমিশনের নিয়মকানুন লঙ্ঘন করছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।

অন্যদিকে মনোনয়ন পেশের সময়েও বিশেষ নজর রাখবে এই কমিটি। প্রতিটি প্রার্থীকে সোশ্যাল মিডিয়া নিয়ে তথ্য দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি রাজনৈতিক দলই বিজ্ঞাপন দিতে পারেন। তবে, সেক্ষেত্রেও কমিশনের অনুমোদন লাগবে। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের খরচেও নিয়ম লাগু করেছে নির্বাচন কমিশন। সেই খরচ প্রার্থীর নির্বাচনী খরচের মধ্যেই পড়বে। যদি সোশ্যাল মিডিয়ার কোনও তথ্য ভোট পর্বে নির্বাচনের আদর্শ ও আচরণ বিধি অর্থাৎ কোড অফ কনডাক্ট লঙ্ঘন করে তাহলে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেবে এই কমিটি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*