রাজ্যের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণা করতে হবে। বুধবার দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে এমনই দাবি জানিয়েছিল বিজেপি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও একই দাবি জানিয়ে গিয়েছিলেন। কিন্তু রাজ্যের ভোট মেশিনারির তরফে এখনও পর্যন্ত যে রিপোর্ট কমিশনের কাছে পাঠানো হয়েছে, তাতে বিরোধী দলগুলির এই দাবি নস্যাৎ করা হয়েছে বলে সূত্রের খবর। অপরদিকে জেলাগুলি থেকে আসা রিপোর্ট অনুযায়ী জেলাতে এখনও পর্যন্ত স্পর্শকাতর বুথের সংখ্যা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মতোই রয়েছে। তবে, চূড়ান্ত নয় এই রিপোর্ট। প্রত্যেক দফার ভোটের পাঁচদিন আগে পাওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট। তখনই সরকারিভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হবে প্রত্যেকটি লোকসভা আসনের স্পর্শকাতর বুথের সংখ্যা কত।
কমিশনের হিসাব অনুযায়ী, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় স্পর্শকাতর বুথ ৫০ শতাংশের কম ছিল। যা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রায় ১০ শতাংশ কমে যায়। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে এই খবর মিলেছে। তারপরও রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবিকে মান্যতা দিয়ে কমিশনের তরফে সমস্ত জেলার ডিএমকে সর্বদল বৈঠক করতে বলা হয়েছে। সূত্রের খবর, নির্ঘণ্ট ঘোষণার পর একদফা সর্বদল বৈঠক সেরে নিয়েছেন সব জেলার জেলাশাসকই।
Be the first to comment