পশ্চিমবঙ্গে ৭ কেন্দ্রের উপনির্বাচন হবে নিয়ম মেনেই। করোনা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাতে জাতীয় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এমনটাই জানিয়েছেন বলে দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনার পর উপনির্বাচন নিয়ে আশাবাদী তাঁরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হারের পর মুখ্যমন্ত্রী পদে থাকতে ৫ নভেম্বরের মধ্যে কোনও একটি বিধানসভা আসন থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে ভোট প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের মৃত্যু হওয়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন বকেয়া রয়েছে আরও ৬টি কেন্দ্রে। ওদিকে করোনা পরিস্থিতিতে উপ-নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করছে না কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল। মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁদের।
বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তা আমরা কমিশনের আধিকারিকদের বুঝিয়ে বলেছি। সঙ্গে জানিয়েছি মানুষ উপ-নির্বাচন চায়। প্রচারের জন্য কম সময় দিলেও আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ তিনি আরও জানান, কমিশনের তরফে জানানো হয়েছে নিয়ম মেনেই উপ-নির্বাচন হবে। গোটা দেশে ২০টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হওয়ার কথা। সেই সব জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। সুদীপবাবু বলেন, কমিশনের সঙ্গে কথা বলে উপ-নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী।
Be the first to comment