
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার কার্ড থেকে ‘ভূত’ তাড়াতে মঙ্গলে বিশেষ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ওই বৈঠকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হতে পারে।
ভূয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্যরাজনীতি। ভোটার তালিকায় ‘ভূতের বাসা’ রয়েছে বলে অভিযোগ করেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভোটার কার্ড থেকে ‘ভূত’ তাড়াতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এই সংযুক্তিকরণের বিষয় নিয়েই আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ মার্চ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন।
কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না? এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়টি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইনসচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির মতামত জানাতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। এই মতামতের পরেই এপিক-আধার সংযুক্তিকরণের বিষয়ে ‘নীতিগত’ সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
প্রসঙ্গত, ২০২১ সালে জনপ্রতিনিধি আইন সংশোধন করে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। মূলত ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে নির্বাচনী আইনে ওই পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন কমিশনই। শুরু হয় আধার-ভোটার সংযুক্তিকরণ। যদিও দেশের শীর্ষ আদালত ‘ব্যক্তিগত গোপনীয়তার অধিকার’ সংক্রান্ত মামলার কারণেই বাধ্যতামূলক করা হয়নি ভোটার-আধার সংযুক্তিকরণ। আপাতত বিষয়টি ‘ঐচ্ছিক’। তবে এবার কমিশন এই সংযুক্তিকরণের বিষয়টিতে গতি আনতে চাইছে। সেকারণেই শুরু হচ্ছে তোড়জোড়।
Be the first to comment