কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন স্বরাষ্ট্রসচিব ৷ ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ৷ এক্তিয়ার বহির্ভূত কাজ, কারণ ছাড়াই ভোটারদের উপর লাঠিচার্জের মতো একাধিক অভিযোগ নিয়েই এদিন নির্বাচন কমিশনে চিঠি দিলো রাজ্য ৷ ১৯ মে শেষ দফা ভোটের আগে ফের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব রাজ্য ৷
এদিন স্বরাষ্ট্র সচিব অভিযোগ জানিয়েছে, ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷ কেন্দ্রীয় বাহিনীর আচরণে ভীত ভোটাররা ৷ এক্তিয়ারের বাইরে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী ৷ ৫ জায়গায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটার, প্রার্থীর উপরেও লাঠিচার্জ হয়েছে ৷ বুথের ভিতরে ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তবে এখানেই শেষ নয় একইসঙ্গে অভিযোগ, কুইক রেসপন্স টিম সব জায়গায় যাচ্ছে না ৷ রাজ্য পুলিশ না থাকায় এলাকা চিনতে সমস্যা হচ্ছে ৷ শেষ দফা ভোটের আগে কমিশনকে বিষয়টি বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য ৷
Be the first to comment