রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন । ষষ্ঠ দফা নির্বাচনের পরদিনই (১৩মে) কলকাতায় আসবেন তিনি। কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গে। ওই দিন ডাকা হয়েছে সব রিটার্নিং অফিসারদেরও। সূত্রের খবর, ষষ্ঠ দফা পর্যন্ত নির্বাচনের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখবেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পরই এরাজ্যে এসেছিলেন সুদীপ জৈন। ওই দিন বেশ কয়েকজন পুলিশ কর্তাকে তাঁর রোষের মুখে পড়তে হয়েছিল। বেশ কয়েকজন জেলা নির্বাচনী আধিকারিকও জৈনের ক্ষোভের মুখে পড়েছিলেন। তারপর থেকে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার খুঁটিনাটি দিল্লিতে বসেই দেখাশুনা করছেন তিনি।
আর এবার শেষ দফার নির্বাচনের আগে রাজ্যে আসবেন সুদীপ জৈন । দেবেন গুরুত্বপূর্ণ নানা নির্দেশ। একই সঙ্গে গণনা প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে কথা বলবেন বলে সূত্রের খবর । নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে যাবেন ডেপুটি ইলেকশন কমিশনার ।
Be the first to comment