মাসানুর রহমান,
অতিরিক্ত গরমের মধ্যে টানা ভোট করানোর বিষয়ে নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নতুন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর অভিযোগ, প্রচারে বাড়তি সময় পেতেই রাঢ় বাংলার আসনগুলিতে তীব্র গরমের মধ্যেই ভোট করাচ্ছেন মোদী।
বৈশাখের তীব্র দহনে পুড়ছে রাজ্য। এই গরমে নাজেহাল রাজ্যবাসী। এমন সময়ে টানা নির্বাচন এই নিয়ে মমতা বলেন, ভোটে জেতার জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ভয় দেখানো হচ্ছে। প্রচারে বেরিয়ে চরম কষ্টে পড়ছেন নেতারাও।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় কেন এত কেন্দ্রীয় বাহিনী? বাহিনী দিয়ে ভোট করানোর চেষ্টা ৷ ক্ষমতায় আছেন বলে যা ইচ্ছা করছেন। গুজরাতে কত বাহিনী পাঠিয়েছেন? মহারাষ্ট্রে কত বাহিনী পাঠিয়েছেন? উত্তরপ্রদেশে কত বাহিনী পাঠিয়েছেন? কেন বিহার, তেলঙ্গনায় বাহিনী পাঠাবেন না? ভয় দেখিয়ে গুজরাত দাঙ্গায় ক্লিনচিট মোদীর। দুর্যোধন-দুঃশাসনের শাসন চলছে ৷
Be the first to comment