ফের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন। জানা গিয়েছে, পঞ্চম দফার এই দুটি বুথে হবে পুনর্নির্বাচন। একটি বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্যটি হুগলি কেন্দ্রের তারকেশ্বর। আগামী ১২ মে হবে পুনর্নির্বাচন।
Related Articles
বাংলাকে অপমান করার জন্যে মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দেবে; মমতা বন্দ্যোপাধ্যায়
Spread the loveমাসানুর রহমান, আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দক্ষিণ ২৪ পরগণার বজবজে একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি বলেন, বাংলাকে অপমান করার শিক্ষা মানুষ দেবে বিজেপি-কে। তিনি বাংলাকে কাঙাল বলার […]
তুমি ৩২৪ ধারা জারি করেছো কিন্তু ১৯ তারিখ বাংলার মানুষ ৩৫৬ ধারা প্রয়োগ করবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
Spread the loveএটা নির্বাচন কমিশনের নির্দেশ নয়, এটা বিজেপি পার্টির নির্দেশ ৷ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে নির্বাচন করাচ্ছে বিজেপি। বুধবার স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য ও এডিজি সিআইডি রাজীব কুমারকে অপসারিত করায় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এভাবেই নির্বাচন […]
ভোট দেখতে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধিরা
Spread the loveমাসানুর রহমান, “ভোট” গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আর এবার সেই উৎসবের দর্শক হতে ওপার বাংলা থেকে এ রাজ্যে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ আর তাঁদের এই ভোট উৎসব দেখানোর ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। ভারতবর্ষের […]
Be the first to comment