ভোট দেখতে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধিরা

Spread the love

মাসানুর রহমান,

“ভোট” গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আর এবার সেই উৎসবের দর্শক হতে ওপার বাংলা থেকে এ রাজ্যে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা৷ আর তাঁদের এই ভোট উৎসব দেখানোর ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। ভারতবর্ষের বিভিন্ন উৎসবে এখানে উপস্থিত হয়ে থাকেন বিভিন্ন দেশের মানুষরা। দুর্গাপুজো, ঈদ, কালিপুজো, দীপাবলি, সহ ভারতবর্ষের প্রায় সবরকমের উৎসবেই বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী পর্যটকরা উপভোগ করেন সবকিছুকেই। এবার সেই আয়োজনই খানিক ভিন্ন স্বাদে৷  নির্বাচন অর্থাৎ গণতন্ত্রের এ এক বৃহৎ উৎসব, আর ভোটকে কার্যত উৎসব হিসাবে নিয়েই তাতে সামিল হতে কাঁটাতারের বাধা সরিয়ে এদেশে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রতিনিধিরা ৷

প্রশ্ন হতেই পারে আপনার মনে ভোট দেখতে ভিন দেশ থেকে এদেশে? তাঁরা কি দেখবেন? এই সবকিছু। আসলে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিরা যা যা দেখবেন তা হলো কীভাবে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া? কীভাবেই বা আয়োজন করা হয় এত বড় কর্মযজ্ঞের? কারা কারা কিভাবে অংশগ্রহণ করেন সেই প্রক্রিয়ায়? এই সমস্ত কিছুই খতিয়ে দেখতেই রাজ্যে আসবেন তাঁরা।প্রসঙ্গত জানা যায় এর আগে নির্বাচন কমিশনের কাছে এই ইচ্ছের কথা জানিয়ে আবেদন করেছিল বাংলাদেশ সরকার ৷ সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই আবেদনেই সাড়া দেয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*