সপ্তম ও শেষ দফার ভোটে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। আগামী রবিবার অর্থাত্ ১৯মে রাজ্যে শেষ দফার ভোট। কোনওরকম অপ্রীতিকর ঘটনা, হিংসা এড়াতে তৎপর নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ৯টি কেন্দ্রের প্রতিটি হোটেল, লজে চলছে নজরদারি ৷ কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টা ধরে চলবে নাকা চেকিং। ৯টি কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে রাতেও টহল দেবে বাহিনী। পাশাপাশি বাড়তি নজর দেওয়া হচ্ছে বসিরহাট-বাংলাদেশ সীমান্তে। ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্ত সিল করে দেওয়া হবে। ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।
এদিকে কমিশন জানিয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনেই শুরু হয়েছে ভিভিপ্যাটের ব্যবহার ও সেই কারণে ভোট গণনায় আরও বেশি সময় লাগবে। সিইও অফিস সূত্রের খবর ২৩ মে আনুষ্ঠানিকভাবে ফলঘোষণা তারিখ হলেও ভিভিপ্যাটের ব্যবহারের জন্য অতিরিক্ত সময় লাগবে। প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনার জন্য নির্ধারিত সময়ের চেয়ে ৮-১০ ঘন্টা বেশি সময় লাগবে।
Be the first to comment