শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Spread the love

শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃত ওই যুবকের নাম জিয়া আহমেদ খান(২২)। কলকাতার ৬৫ নম্বর ওয়ার্ডের চামরু খানসামার লেনের বাসিন্দা। ইলেক্ট্রিক হোল্ডার লাগাতে এসে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিস। ঘটনাস্থলে কড়েয়া থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই নিয়ে গত দু’সপ্তাহে চারজন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। প্রথম থেকেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কলকাতার রাস্তায় যত্রতত্র ছড়িয়ে থাকা বিদ্যুতের তার দ্রুত সুরক্ষিত জায়গায় সরানোর ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে গেল।

এর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগের ডিজির দফতরের সামনে বিক্ষোভ দেখান পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক ও কর্মীরা। তাঁদের বক্তব্য, শহর কলকাতায় বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার দায় উচ্চপদস্থ কর্তাদের। কিন্তু তাদের দিকে আঙুল না তুলে নিচুতলার আধিকারিকদের ঘাড়ে দায় চাপানোর লক্ষ্যেই এই সাসপেন্ড করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের আরও অভিযোগ, যে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হল, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি কলকাতা পুরসভা।

জুনিয়র ইঞ্জিনিয়ারদের আরও অভিযোগ, ২০১১ সাল থেকে শহরে একাধিক লাইট পোস্ট, ত্রিফলা লাইট লাগানোর ব্যবস্থা করা হলেও রক্ষণাবেক্ষণের জন্য শূন্যপদে লোক নিয়োগ করেনি পুরসভা। ফলে যেখানে রক্ষণাবেক্ষণের দরকার সেখানে লোক অত্যন্ত কম। সেরকম পরিস্থিতির মোকাবিলায় দুই একজন আধিকারিককে একাধিক এলাকার দায়িত্ব দেওয়া কতটা যুক্তিসঙ্গত সে বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*