যোগীরাজ্যে ফের এনকাউন্টার!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- যোগীরাজ্যে আবারও এনকাউন্টার! কুখ্যাত মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের চার সদস্যকে খতম করল উত্তরপ্রদেশ এসটিএফ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শামলিতে। ঘটনায় স্পেশাল টাস্ক ফোর্সের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। নিহত গ্যাংস্টারদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছেন এসটিএফের আধিকারিকরা।

উত্তরপ্রদেশ এসটিএফের মেরঠ ইউনিটের এসটিএফের এএসপি ব্রীজেশ কুমার বলেন, “উত্তরপ্রদেশ এসটিএফ এবং গ্যাংস্টাদের মধ্যে রাত ২টো নাগাদ গুলিযুদ্ধ হয়। শামলির ঝিনঝানা এলাকায় এই এনকাউন্টার হয়। গ্যাংস্টাররা একটি গাড়িতে করে যাচ্ছিল। সেই সময় এসটিএফ তাদের ঘিরে ফেলে। পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে গ্যাংস্টাররা।”
ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এসটিএফ আধিকারিক এবং গ্যাংস্টারদের মধ্যে একাধিক রাউন্ড গুলি চলে। এই ঘটনার সময় গ্যাংয়ের প্রধান সদস্য আর্শদ এবং তার তিন সঙ্গী মনোজিৎ, সতীশ এবং অন্য আরেকজন অপরাধী গুলিতে নিহত হয়েছে। নিহতরা সকলেই মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের সদস্য।”
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটআউটের সময় বাহিনীকে নেতৃত্ব দেওয়া ইন্সপেক্টর সুনীল গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে কারনাল এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই পুলিশ আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, নিহত চার গ্যাংস্টারের মধ্যে আর্শদ সাহারনপুর জেলার বড়ি মাজরা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ছিল উত্তরপ্রদেশের বিভিন্ন থানায়। খুন, ডাকাতি, লুটপাট এবং অস্ত্র আইনেও আদর্শের বিরুদ্ধে মামলা ছিল। ওই গ্যাংয়ের আরেক সদস্য মনোজিৎ সোনিপতের বাসিন্দা এবং সতীশ কারনালের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*