জল্পনার অবসান! ‘বন্ধু’ পুতিনের দরবারেই সপিবারে আশ্রয় নিলেন আসাদ

Spread the love

রোজদিন ডেস্ক:-  রবিবার দিনভর চলল সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ-কে নিয়ে জল্পনা। কেউ কেউ আবার বলতেও শুরু করে আসাদের বিমানকে রেডারে না দেখা যাওয়ায় তাঁর মৃত্যুও হতে পারে। কিন্তু দিনভর নাটকের পর অবশেষে সেই জল্পনার অবসান। পরিবার নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়া হয়েছে বলে রাশিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর।

‘বন্ধু’ পুতিনের দেশে সপরিবারে আশ্রয় নিয়েছে বাশার আল আসাদ। সিরিয়ার রাজধানী দামাস্কাস ইতিমধ্যেই দখল নিয়েছে বিদ্রোহীরা। পরিস্থিতি বেগতিক দেখেই দেশ ছেড়ে সপরিবারে পালিয়েছেন আসাদ। বিমানে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তিনি কোথায় গেলেন সেটা ছিল সবার অজানা। পরে গুজব রটে, আসাদের বিমান মাঝ আকাশে গিয়ে উধাও হয়ে গিয়েছে। মনে করা হয়, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আসাদের। তবে সোমবার সকালে সে সব জল্পনার অবসান হল। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়ে দিল, ‘বন্ধু’র কাছে আশ্রয় পেয়েছেন আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইচ্ছেতেই মানবিক কারণে আসাদকে আশ্রয় দিয়েছে মস্কো। বর্তমানে সপরিবারে আসাদ মস্কোতে রয়েছেন।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। দীর্ঘ দিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। আসাদকে ক্ষমতাচ্যুত করতে জোট বাঁধে বিদ্রোহীরা। সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে সিরিয়ার একের পর এক শহরের দখল নিতে থাকে বিদ্রোহীরা। রবিবার সকালে একপ্রকার বিনা বাঁধায় তাঁরা দখল নেয় রাজধানী দামাস্কাস। দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। গৃহযুদ্ধ মোকাবিলায় তিনি বরাবরই পুতিনের সমর্থন পেয়েছিলেন। কিন্তু ২০১১ সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ সমর্থন করেছিল আমেরিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*