চাকরি বাতিল হওয়া ৬০ প্রাথমিক শিক্ষককে তলব ইডির

Spread the love

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। রবিবার চাকরি বাতিল হওয়া প্রায় ৬০ জন প্রাথমিক শিক্ষককে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। আগামী সপ্তাহে ধাপে ধাপে শিক্ষকদের হাজিরা দিতে হবে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগে আর্থিক লেনদেন খুঁজতেই এই তলব।

দ্বিতীয় তালিকায় ২৬৫ জনকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই ২৬৫ জনেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ২৬৫ জনের মধ্যে প্রায় ৬০ জনকে তলব করে ইডি। অভিযোগ, ওই সব শিক্ষকদের নিয়োগ করা হলেও তাঁদের কোনও OMR শিট ছিল না। ইতিমধ্যেই লেনদেনের কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। বাগদা-রঞ্জন কাণ্ডেও একাধিক সূত্র মিলেছে। সেই তদন্তের অগ্রগতির জন্যই ওই শিক্ষকদের তলব ইডির।

২০১৪ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেটে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান না হওয়া পর্যন্ত পর্যদের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন রত্না চক্রবর্তী বাগচী। ইতিমধ্যেই আদালতের নির্দেশে সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন মানিক ভট্টাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*