সাম্প্রতিক ডামাডোলের প্রেক্ষিতে মহারাষ্ট্রের সব থানাকে চূড়ান্ত সতর্ক করে দেওয়া হল। পুলিসের কাছে খবর, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমর্থনে যে কোনও মুহূর্তে শিবসেনার সমর্থকরা পথে বিক্ষোভ দেখাতে পারে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্যই পুলিসকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা চলছে। মহারাষ্ট্র বিকাশ অগাড়ি জোটের মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে একাধিক শিবসেনা বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠায় জোট সরকার সংকটের মুখে পড়েছে। শিন্ডের দাবি, কংগ্রেস এবং এনসিপির হাত ছেড়ে শিবসেনাকে বিজেপির সঙ্গে জোট করতে হবে। প্রবীণ ওই নেতার আরও দাবি, তাঁর সঙ্গে নির্দল এবং শিবসেনা মিলিয়ে অন্তত ৫০ জন বিধায়ক রয়েছে।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চাপে পড়লেও ইস্তফা দিতে নারাজ। জোট সরকারের মূল চালিকাশক্তি এনসিপি প্রধান শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, ফয়সালা যা হওয়ার বিধানসভার ভিতরেই হবে। একনাথের নেতৃত্বে বিদ্রোহী শিবসেনার বিধায়করা গুয়াহাটির পাঁচতারা হোটেল ব়্যাডিসন ব্লু-তে ঘাঁটি গেড়ে রয়েছেন।
সরকারের এরকম অচলাবস্থা চললেও শিবসেনার উগ্র সমর্থকরা কিন্তু এখনও সেভাবে রাস্তায় নামেননি। অতীতে দলের উগ্র সমর্থকদের অনেক তাণ্ডবের সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। কিন্তু এবার দলের অন্দরেই মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ চাগিয়ে উঠলেও মুম্বই শহরে বা মহারাষ্ট্রের অন্যত্র কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনও প্রশ্ন ওঠেনি।
এই অবস্থায় হঠাৎ কেন সব থানাকে চূড়ান্ত সতর্ক করা হল, তা নিয়ে নানা জল্পনা চলছে। প্রশ্ন উঠেছে, শিবসৈনিকরা এবার রাস্তায় নামবেন না তো?
Be the first to comment