রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণের ঘোষণা হয়নি ৷ তবে উপনির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিল নির্বাচন কমিশন। বুধবার থেকে খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPat) পরীক্ষার প্রক্রিয়া শুরু হতে চলেছে। চলবে ৬ অগস্ট পর্যন্ত।
বারাকপুরের অ্যাডমিনিস্ট্রেটের সেন্ট্রাল হলে ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPat) পরীক্ষার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলের দু’জন করে প্রতিনিধি এই কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। একজন ইভিএম, ভিভিপ্যাট পরীক্ষা কীভাবে হচ্ছে তা দেখবেন, আরেকজন প্রতিনিধি মক পুল প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
পশ্চিমবঙ্গের ৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও দু‘টি স্থগিত হয়ে যাওয়া কেন্দ্রে ভোট হওয়ার কথা। বিধানসভা কেন্দ্রগুলি হল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ কলকাতার ভবানীপুর, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।
প্রসঙ্গত, খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিনহা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে চলেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দেন শোভনদেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াবেন। ইভিএম, ভিভিপ্যাট পরীক্ষা চলাকালীন সমস্ত কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
Be the first to comment