করোনা আক্রান্ত হয়ে প্রয়াত নদিয়া শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে। ২৫ বছর ধরে তিনি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে শান্তিপুর পুরসভার পুর প্রশাসক পদে ছিলেন অজয় দে। দীর্ঘদিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সকালে সেখানেই জীবনাবসান হয় তাঁর।
উল্লেখ্য নদীয়া শান্তিপুর বিধানসভায় কংগ্রেসের টিকিটে জিতে দীর্ঘদিন বিধায়ক পদে ছিলেন অজয় দে। এরপর রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর তিনি ঘাসফুল শিবিরে যোগদান করেন। বিধানসভার পুনর্নির্বাচনে তিনি আবার তৃণমূলের হয়ে জয়লাভ করেন।
দিন ১৫ আগে একাধিক উপসর্গ থাকায় শান্তিপুর হাসপাতালে করোনা পরীক্ষা করার প্রাক্তন বিধায়ক। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এরপর সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Be the first to comment