দুর্নীতির অভিযোগে পুরুলিয়া আবগারি দফতরের ১৬ জন কর্মীকে সাসপেন্ড করল নবান্ন। পুরুলিয়া আবগারি দফতরের শীর্ষ আধিকারিকরা আর্থিক দুর্নীতি ও তোলাবাজি করছেন বলে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নবান্নের নির্দেশে সাসপেন্ড করা হয় দফতরের ওই কর্মীদের। কিন্তু কেন সাসপেন্ড হলেন ১৬ জন শীর্ষ আধিকারিক? অভিযোগ, মদের বোতল পিছু সুপার নিতেন ২০ পয়সা। বাকিরা পেতেন ২ পয়সা করে। ১২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে সাসপেন্ড হন সুপারিনটেন্ডেন্ট সিদ্ধার্থ সেন, এসআই সহ ১৬ জন। শুক্রবার, গুরুনানকের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি। সেকারণেই পুরুলিয়ার আবগারি দফতর ছিল শূন্য। ছুটি শেষ হলে সাময়িক সময়ের জন্য পুরুলিয়া আবগারি দফতরের দায়িত্ব সামলাবেন মলয়কুমার বাগ। শীঘ্রই আলিপুর থেকে মণীশ শর্মা নামে এক আধিকারিক আবগারি দফতরের দায়িত্ব নেবেন বলে সূত্রের খবর।
Be the first to comment