বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ সাগরপাড়া এলাকায় বিস্ফোরণ, মৃত ৩

Spread the love

রোজদিন ডেস্ক :-  ফের মুর্শিদাবাদে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় ভয়ঙ্কর ভাবে এই বোমা বিস্ফোরণ হয়। কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে পাকা বাড়ির ছাদও। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি। প্রাথমিক তদন্তে অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।

মৃতদের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন সেখ। এদের মধ্যে মুস্তাকিন সেখের বাড়ি মাহাতাব কলোনী এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার বাড়ি খয়েরতলা এলাকায়।
জানা যাচ্ছে, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত ঘেঁষে। বর্তমান পরিস্থিতিতে যেমন অবস্থা চলছে বাংলাদেশের তাতে ওইদেশ থেকে এই দেশে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে বিপুল হারে। তেমনই এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিক। বর্তমান পরিস্থিতির সাথে এর কোন যোগসূত্র আছে কিনা বা এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*