রোজদিন ডেস্ক :- কমলো আলুর দাম। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিং এর মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে। আর এর জেরেই বালুরঘাট বাজারে কমলো আলুর দাম। জানা গিয়েছে, প্রতি কেজি আলুর দাম দুই থেকে তিন টাকা কমেছে। বাংলাদেশে আলু রপ্তানি আরও কিছুদিন বন্ধ থাকলে এই দাম আরও কমবে বলে ক্রেতারা মত প্রকাশ করেছেন।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ রাখার দাবিই জানাচ্ছেন ক্রেতারা। আলু গত সপ্তাহে ৩৫ টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে। সেই আলুর দাম এই সপ্তাহে ৩২ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। উন্নত মানের জ্যোতি আলু গত সপ্তাহে ৩৭ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে ..
সেই আলু এ সপ্তাহে ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দড়ে বিক্রি হচ্ছে। বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলে জানা গেছে। আরও কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরো কমবে বলে বিক্রেতারা জানালেন!
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ বেআইনি ভাবে আলু আলু মজুত করে রাখেন তাহলে তার বিরুদ্ধে অভিযানে নামা হবে। জেলার টাস্ক ফোর্স গুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি খুচরো বাজারে কোন আলুর দোকানদার ইচ্ছাকৃতভাবে আলুর দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment