সুরাটে লাইনচ্যুত একটি এক্সপ্রেস ট্রেন, আতঙ্কে যাত্রীরা নেমে পড়ে..

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :-  মঙ্গলবার সুরাটের কিম শহরে কুদসাদ রোড এলাকায় আহমেদাবাদ-রাজকোট লাইনের কাছে কিম স্টেশনে বেলাইন হয় দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। স্টেশন থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ মধ্যেই লাইনচ্যুত হয়েছে ইঞ্জিনের পাশের যাত্রীশূন্য কোচটি।

১৯০১৫ দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেসের ভিপিইউ কোচের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। চাকা লাইনচ্যুত হতেই ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। বেলাইন হওয়া কোচ যতই যাত্রী শূন্য হোক না কেন বাকি ট্রেন কামরার যাত্রীদের মধ্যে ঘটনার জেরে বেশ আতঙ্ক তৈরি হয়েছে। এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেলকর্মীরা। চাকা উদ্ধার করে ট্রেনটি পুনরায় সচল করা হয়।
Derailment while departing Kim station Gujarat. 19015 Dadar Porbandar Express. No injuries to anyone. pic.twitter.com/BDBFpvJSJ0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*