ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি ফেকো সার্জারি। নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে এই পরিষেবা খরচ সাপেক্ষ। সাধারণ মানুষের জন্য বিনামূল্যেই ফেকো সার্জারির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হয়েছে ফেকো সার্জারি। দু’চোখ ভরে রঙিন পৃথিবী দেখে নেওয়ার আরও একটা সুযোগ পাচ্ছেন অনেকেই।
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি… পৃথিবীর রূপ, রং, আলো চিনে নেওয়ার জন্য দু’চোখ। দু’চোখ ভরে দেখে নেওয়া.. বেছেও নেওয়া.. তবে সময় গড়ালেই দৃষ্টিশক্তির গায়েও বয়সের ভার। ছানি পড়া চোখ চিন্তা বাড়ায়। রাজ্য সরকারের উদ্যোগে এখন আর চিন্তা নেই। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালেই হাজির ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি ফেকো সার্জারি।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হয়েছে এই পরিষেবা। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ফেকো সার্জারি খরচসাপেক্ষ। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেই পরিষেবা মিলছে বিনামূল্যেই।
হাসপাতাল উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বিভাগকে ঢেলে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। এবার নতুন সংযোজন চক্ষু বিভাগের ফেকো সার্জারি।
ছানি অপারেশন মানেই আগে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে ছুটতে হত বাইরের জেলায়। অথবা বেসরকারি হাসপাতালের খরচ গুনতে হত। এখন অবশ্য সেদিন ঘুচেছে। খুশি রোগীরাও।
চোখের পাতায় অন্ধকার নয়.. ঝাপসা পৃথিবী নয়.. ছানি কাটিয়ে দৃষ্টিশক্তি হচ্ছে উজ্জ্বল.. দু’চোখ ভরে অলি-গলি-রাস্তা-প্রিয়জনকে দেখে নিচ্ছেন সাধারণ মানুষ।
Be the first to comment