কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রোর বড়ছেলে ফিদেল কাস্ত্রো ডিয়াজ বালার্ট আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন তিনি অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। অবসাদের কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই অবসাদ থেকে গতকাল বৃহস্পতিবার আত্মহত্যার পথ তিনি বেছে নেন বলে অনেকের মত। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাভানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৬৮ বছর বয়সী দিয়াজ বিষণ্ণতায় ভুগছিলেন। কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল।
মৃত্যুর আগে পর্যন্ত তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন তিনি এবং তিনি কিউবার বিজ্ঞান একাডেমির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত দ্বীপের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতেন, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাকে সাসপেন্ড করা হয়।
Be the first to comment