রোজদিন ডেস্ক, কলকাতা:- জানুয়ারির শেষ সপ্তাহে শীতের অবসান ঘটতে চলেছে, জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে, ফলে শীতের অনুভূতি ধীরে ধীরে কমে যাবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ভাব অনুভূত হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া, হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
কলকাতায় মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। এদিন শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ছিল ৮৫ শতাংশ এবং ন্যূনতম ৩৬ শতাংশ।
Be the first to comment