দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় দায়ের FIR

Spread the love

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় দায়ের হল FIR। এই FIR দায়ের করেছেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে ২০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী দিলীপ ঘোষ। তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই হিংসার ঘটনা ঘটছে। তাই এই FIR।’

ঘটনা প্রসঙ্গে বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের একজন সাধারণ এবং শান্তিপ্রিয় নাগরিক হিসেবে এই FIR করেছি। দিলীপ ঘোষের কিছু উস্কানিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দাজনক। ভোটের আগে তিনি যা যা বলেছিলেন, তার জেরেই ফলাফল পরবর্তী সময় এই হিংসা ছড়িয়েছে। আমাদের রাজ্যের ২০ জন নাগরিক মারা গিয়েছে। সেই কারণেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।’

জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় এই মামলাটি দায়ের করেছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। হিংসায় প্ররোচনা, শন্তি বিঘ্নিত করা, প্রশাসনিক আধিকারিককে হেনস্থা করায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় রুজু হয়েছে FIR। এর মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারার মামলাও। যদিও BJP-র তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে CRPF জওয়ানদের গুলি চালনার ঘটনা মৃত্যু হয় চারজন সাধারণ নাগরিকের। এই ঘটনাকে ‘গণহত্যা’-র সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বিবৃতি বিতর্কের জন্ম দেয়। তিনি বলেছিলেন, ‘শীতলকুচি কী দেখেছেন! বাড়াবাড়ি হলে জায়গায় জায়গায় হবে শীলকুচি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*