রোজদিন ডেস্ক, কলকাতা:- শিয়ালদা স্টেশনের কাছে খাবারের দোকানে লাগলো আগুন। পুড়ে ছাই হয়ে যায় দোকানপাট। আতঙ্কিত রেল যাত্রীরা এবং তৎসংলগ্ন স্থানীয় মানুষরাও আতঙ্কিত হয়ে পড়েন। সামনেই রেল স্টেশন, মেট্রো স্টেশন, হাসপাতাল, অটো-ট্যাক্সিস্ট্যান্ড- শিয়ালদার সেই গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে ‘ফায়ার বল’-ও ছোড়া হয়। আপাতত যা খবর, তাতে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। হতাহতের কোনও খবর মেলেনি। তবে আগুনের যেরকম তীব্রতা ছিল, তাতে ক্ষতির অঙ্কটা নেহাত কম হবে না বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে। আর খাবারের দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। অপর অংশের আবার দাবি, ফুড কোর্টের রোল সেন্টার থেকেও আগুন লেগে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল চারটে নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লেগে যায়। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় ঢোকার জন্য যে পথ রয়েছে, সেদিকেই ওই ফুড কোর্ট ছিল। মুহূর্তের মধ্যে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
একেবারে কাছেই রেল স্টেশন, মেট্রো স্টেশন, বিআর সিং হাসপাতাল এবং অটো-ট্যাক্সিস্ট্যান্ড থাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। পড়ে যায় হুড়োহুড়ি। যদিও পরবর্তীতে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। রেল স্টেশন, মেট্রো স্টেশন, হাসপাতালের দিকে আগুন ছড়ায়নি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুড কোর্ট। আশপাশের কয়েকটি দোকানেও আগুনের আঁচ পড়েছে।
উল্লেখ্য, মাসখানেক আগেই রেলের কোচকে ঝকঝকে করে রেস্তরাঁয় পরিণত করা হয়েছে। তাতে ভালোই ভিড় হচ্ছে। যাত্রী ছাড়াও অনেকেই শিয়ালদহ স্টেশন সংলগ্ন এই রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে আাসেন। শনিবারও তেমন ভিড় ছিল। এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কবে খুলবে, তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। দমকলের প্রাথমিক অনুমান, রান্নার সরঞ্জাম থেকেই আগুন লেগেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment